চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৫ টার দিকে সিলেটের মাইজগাও ফেঞ্চুগঞ্জ থেকে তারাকান্দি বিসি স্পেশাল ট্রেনটি জামালপুর তারাকান্দিগামী একটি মালবাহী ট্রেন কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে এ দুর্ঘটনাটি ঘটে। এতে রেল লাইন ও একটি রেলওয়ে কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে একটি উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে রওনা হয়েছে। তবে মালবাহী ট্রেনটির ইঞ্জিন বগিগুলো রেখে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

কিশোরগঞ্জ রেলওয়ের উর্ধ্বতন প্রকৌশলী মো. আনিসুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে জানান, মালবাহী ট্রেনটির একটি বগির চাকা সরে গিয়ে লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে রওনা হয়েছে।

তাছাড়া ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে সেটি তদন্ত করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।