চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কারোনা: সৌদি আরবে গুজববিরোধী অভিযানে গ্রেপ্তার ১

মহামারী করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

শনিবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ফুরিয়ে আসছে, একটি নির্দিষ্ট তারিখে মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয়া হবে, সৌদি আরবে কারফিউ সময় পরিবর্তন হতে পারে ইত্যাদি গুজব ছড়ানোর দায়ে ৩০ বছর বয়সী ওই সৌদি নাগরিক গ্রেপ্তার হন।

রিয়াদ পুলিশের মুখপাত্র কর্নেল শাকির আল তুয়াইজুরির  বরাত দিয়ে প্রভাবশালী ইংরেজি দৈনিক আরব নিউজ এবং সৌদি গেজেটে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস মহামারীর সময় স্থানীয় এবং প্রবাসী সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন সৌদি প্রসিকিউটর এর আইন পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক আইনজীবী সমিতির নেতা দিমাহ আল শরিফ।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ালে এবং অন্য কাউকে শেয়ার করে থাকলে তা দ্রুত মুছে ফেলার জন্য আহ্বান জানান।

সৌদি আইনে এ ধরনের গুজব বা মিথ্যা তথ্য প্রচার, নিজের একাউন্টে এ ধরনের মিথ্যা তথ্য সেভ করা এবং অন্যদের শেয়ার করা সাইবার অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের অপরাধের সাজা কমপক্ষে ৫ বছরের জেল এবং ৩০ লাখ রিয়াল জরিমানা বিধান রয়েছে সৌদি আরবে।