চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কারাগারে এমপি লিটন

শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফের আদালতে হাজির করে তাকে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। পাশাপাশি লিটনের জন্য জামিনের আবেদন করেন আসামিপক্ষ।

শুনানি শেষে বিতর্কিত এ এমপিকে জেল হাজতের পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালতে হাজির করার সময় এমপি লিটনের সমর্থকরা সেখানে বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে ১০ জন আহত হন।

এর অাগে সকাল সাড়ে ৬ টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে ঢাকা থেকে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের গুলিতে আহত হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভ। সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

ওই মামলায় আগাম জামিন চেয়ে এমপি লিটন আবেদন করলে তা নাকচ করে ১৮ অক্টোবর আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

তবে আসামিকে পুলিশের হেফাজতে না দিয়ে আত্মসমর্পণের সুযোগ দিয়ে দেওয়া নির্দেশনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেন।

বুধবার শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশনা স্থগিত করেন।

এই আদেশের পর রাতেই তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।