চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় এক নিরাপত্তা কর্মীসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৩০ জন।

নিহতদের মধ্যে দুই হামলাকারীও রয়েছে। আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই দুই বন্দুকধারী নিহত হয়।

বুধবার সন্ধ্যায় কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানে প্রথমে বিস্ফোরণ এবং পরে গুলি করে ওই বন্দুকধারীরা। সে সময় বহু শিক্ষার্থী ও শিক্ষককে জিম্মি করে রাখে হামলাকারীরা। পরে পাল্টা আক্রমণ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তাকর্মীরা।

হামলা শুরুর প্রায় ১২ ঘণ্টা পর কাবুল পুলিশ প্রধান আবদুল রহমান রহিমী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় ৭শ’ জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

হামলাটির দায় এখনো কেউ স্বীকার করেনি।

হামলা শুরুর প্রথম দিকেই গুলি ও বিস্ফোরণের শব্দ শুনে দেয়াল টপকে বা বিশ্ববিদ্যালয় ভবনের জানালা থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন পালাতে সফল হন। তারা জানান, আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তান কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি বিশ্ববিদ্যালয়। সশস্ত্র প্রহরী ও ওয়াচটাওয়ার থাকার পরও সেখানে এভাবে অতর্কিতে হামলা হলো।