চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কানে যাচ্ছে ‘দাগ’

আগামী ১৭ মে থেকে ফ্রান্সের কান শহর শুরু হছে ৭০তম কান উৎসব। এই আয়োজনের শর্টফিল্ম কর্নারে প্রদর্শিত হবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দাগ’। ছবির নির্মাতা জসীম উদ্দিন আহমেদ জানালেন এ তথ্য।

‘দাগ’ ছবিটি কান উৎসবে প্রদর্শিত হবে-এমন তথ্য কিছুদিন আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়। কিন্তু তখন পর্যন্ত কান চলচ্চিত্র উৎসব আয়োজকের কোনো অনুমতি কিংবা লিখিত কোনো কাগজ ছিল না এ ব্যাপারে।  অবশেষে সেই অনুমতি মিলেছে। সম্প্রতি প্রকাশ হওয়া কান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটেও শর্টফিল্ম কর্নারে প্রদর্শিত হতে যাওয়া ছবিগুলোর তালিকায় ‘দাগ’ রয়েছে।

নির্মাতা বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য ছবিটি কোনো প্রতিযোগিতা বিভাগে নয়, শর্টফিল্ম কর্নারে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২২-২৮ মে’র মধ্যে যে কোনো একদিন প্রদর্শিত হবে এটি।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে কানে যাওয়ার আমন্ত্রণপত্র পেয়েছি। খুব ভালো লাগছে এমন একটি জায়গায় ছবিটি প্রদর্শিত হবে।’

এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী ও বাকার বকুল প্রমুখ। এর সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া।

কান উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। উৎসবের সব অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ফ্রান্সের ক্যানাল প্লাস টিভি।

ছবি : কান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট