চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কানাডায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে কানাডায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার স্থানীয় সময় বিকাল চারটায় এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান বলেন: ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধু যেমন আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক একইভাবে তিনি কারাগারে অন্তরীণ থেকেও সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বহু সংগ্রামের মধ্যে দিয়েই একুশের পথ ধরেই আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছি।

এসময় বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।