চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাতারের গ্যালারিতে লাল-সবুজের ঢেউ

কাতার থেকে: স্বাস্থ্যবিধির ব্যাপারে কাতারের কড়াকড়ি এতটাই যে, তা এড়িয়ে মাঠে ঢুকতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কায় ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। কেউ কেউ জানিয়েছিলেন প্রিয় দেশকে সমর্থন জানাতে যেভাবেই হোক শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। বিজয়ের মাসে লড়াইয়ে জয়ী বাংলাদেশিরাই। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে স্থানীয়দের ঠেলে লাল-সবুজ পতাকার প্রাধান্যই দেখা গেল বেশি।

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মাত্র ২০ ভাগ টিকেট, অর্থাৎ দুই হাজার টিকিট বিক্রি করেছে কাতার। এতে প্রবাসী বাংলাদেশিরা দুশ্চিন্তায় ছিলেন, যদি টিকেট না মেলে! প্রবাসে এসে স্বদেশিদের সমর্থনের ঘাটতিতে কিছুটা মন খারাপ করেছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রাও।

দিন শেষে মাঠে ঢুকতে পেরেছেন ১৮০০ দর্শক। আশার বিষয় হচ্ছে, তাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। দেয়া প্রতিজ্ঞা তারা রেখেছেন, টিকেট প্রাপ্তির লড়াইয়ে জয়ী হয়ে মাঠে এসেছেন দেশকে সমর্থন জানাতে।

স্থানীয় সূত্রে খবর, বিক্রির ১৮০০ টিকেটের প্রায় ১৫০০ টিকেটই কিনে নিয়েছেন বাংলাদেশিরা। খালি হাতে আসেননি, সঙ্গে এনেছেন প্রিয় দেশের লাল-সবুজ পতাকা। মাঠের ফল যাই হোক না কেনো, এই পতাকা উড়িয়ে জামাল ভূঁইয়াদের সমর্থন জানিয়ে যাবেন বিদেশ বিভূঁইয়ে কঠিন লড়াই করে দেশের প্রবৃদ্ধির চাকা ঘুড়িয়ে চলা প্রবাসীরা।