চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনা: জ্যাক মা’র পাঠানো টেস্ট কিট ঢাকায়

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে ৩০ হাজারের বেশি টেস্ট কিট দিয়েছে জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশন।

আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা’র দেওয়া ওই কিটগুলো বাংলাদেশে পৌঁছেছে বলে শুক্রবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করেনাভাইরাস শনাক্তে ভালোবাসার নিদর্শন স্বরুপ চীন থেকে কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার আসে।

ওই সময় বিমানবন্দরে চীন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। এতে ছিল ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং এক হাজার থার্মোমিটার।