চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: রাজধানীর ৩ হাজার পরিবারকে তুরস্কের খাদ্য সহায়তা

করোনাভাইরাস ঠেকাতে অঘোষিত লকডাউনের মধ্যে থাকা রাজধানী ঢাকার তিন হাজার পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা পাঠিয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন।

তুরস্কের রাষ্ট্রদূত সৈয়দ মুুুস্তাফা ওসমান তুরান বলেন, করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ভাই-বোনদের পাশে আমরা আছি।

তুরস্ক সরকারের পক্ষে এ খাদ্য সহায়তা দেয় দেশটির সহযোগী সংগঠন টিকা, জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রেড ক্রিসেন্ট এবং দায়ানেত ফাউন্ডেশন।

ত্রাণ সহায়তার আওতায় প্রত্যেক পরিবারকে চাল, তেল ও জীবাণুনাশক সাবান দেয়া হয়। 

বাংলাদেশ সরকারের পক্ষে ওই ত্রাণ সহায়তা গ্রহণ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, জনকল্যাণমুখী কাজের মাধ্যমে আমাদের দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করবে।