চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কনিষ্ঠতম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির প্রধান জেসিন্ডা আরডার্ন। গত তিন মাস ধরে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম নারী নেত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করে আসছেন তিনি।

সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় মধ্য-বাম দলগুলোর সমন্বয়ে যে জোট গঠনের কথা হচ্ছে সেখানে ৩৭ বছর বয়সী জেসিন্ডা আরডার্ন হবেন নেতা। ১৮৫৬ সাল থেকে এখন পর্যন্ত এত কম বয়সের কোন প্রধানমন্ত্রী পায়নি নিউজিল্যান্ড।

ইতোমধ্যে নানা ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেকে প্রমাণ করেছেন জেসিন্ডা, তবে তার জন্য সামনে আরও নতুন বড় চ্যালেঞ্জ আসছে। এর মধ্যে সব থেকে প্রথম কাজটি হবে নিউজিল্যান্ডবাসী যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেননি, তাদেরকে এটি বোঝানো যে তিনি যোগ্যতম নেত্রী।

জোট গঠনের পর তা ধরে রাখাও কম বড় চ্যালেঞ্জ নয়। তার সম্ভাব্য উপ-প্রধানমন্ত্রী উইনস্টোন পিটার যিনি কি না গ্রীন পার্টিকে একদম পছন্দ করেন না, এমন ব্যক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তাকে। আবার গ্রীন পার্টির নেতৃবৃন্দের সঙ্গেও সুসম্পর্ক ও তাল মিলিয়ে চলতে হবে।