চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘কথা শোনেননি’ কোহলি, বলছেন গাঙ্গুলি

বিশ্বকাপের আগে হুট করেই জানিয়ে দেন, টি-টুয়েন্টিতে অধিনায়ক হিসেবে বৈশ্বিক আসরটিই তার শেষ। বিসিসিআই অনুরোধ করেছিল নেতৃত্ব চালিয়ে যাওয়ার। ‘ওয়ার্ক লোডের’ কথা বলে সেটি প্রত্যাখ্যান করেন বিরাট কোহলি। সেসময় বোর্ডের কথা না শোনার কারণে হারিয়েছেন ওয়ানডের নেতৃত্বও।

রোহিত-কোহলি নেতৃত্ব ইস্যুতে সৌরভ গাঙ্গুলি বলেছেন, কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত আলোচনা করেই নেয়া। নতুন অধিনায়ক রোহিত শর্মাকে ঘিরে আস্থার কথা শুনিয়েছেন বিসিসিআই সভাপতি।

‘বিসিসিআই এবং নির্বাচকরা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে। কোহলিকে টি-টুয়েন্টির নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিল বোর্ড। কিন্তু সেটায় রাজি হয়নি। ওই পরিস্থিতিতে সাদা বলের দুটি ফরম্যাটে আলাদা অধিনায়ক রাখা ঠিক মনে করেননি নির্বাচকরা।’

‘সে কারণে সিদ্ধান্ত নেয়া হয় শুধু টেস্ট দলের অধিনায়ক থাকবেন বিরাট। সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত। সভাপতি হিসেবে আমি নিজে কোহলির সঙ্গে কথা বলেছি। নির্বাচক প্রধানও তার সঙ্গে কথা বলেছেন।’

কোহলির সঙ্গে ঠিক কী কথা হয়েছিল সেটা অবশ্য জানাননি বিসিসিআই প্রধান। দেশটির সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, কোহলিকে পদত্যাগের জন্য দুইদিন সময় বেধে দিয়েছিল বোর্ড। নির্ধারিত সময়ে কোহলি জবাব না দেয়ায় বুধবার রোহিতকে নতুন অধিনায়ক করে সাউথ আফ্রিকা সফরের দল ঘোষণা করা হয়।

নতুন অধিনায়ক রোহিতের নেতৃত্বে বেশ আস্থা রাখছেন গাঙ্গুলি, ‘রোহিত শর্মার নেতৃত্বগুণের উপর পূর্ণ আস্থা আছে। বিরাট টেস্ট দলের অধিনায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন। বিসিসিআই আত্মবিশ্বাসী, ভারতের ক্রিকেট সঠিক হাতেই আছে।’