চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওয়ানডের নতুন অধিনায়ক তামিম

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অধিনায়ক অধ্যায়ের শেষ টানা মাশরাফী বিন মোর্ত্তজার জায়গায় বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে তামিম ইকবালের কাঁধে। রোববার বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশকে অর্ধযুগেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যগত তিন ওয়ানডের সিরিজে শেষ বলে দেন মাশরাফী। ওয়ানডেতে ৮৮ ম্যাচে ৫০ জয় নিয়ে থামেন এই ফরম্যাটে টাইগারদের শক্তিশালী দল বানিয়ে, সঙ্গে দারুণসব সাফল্য-অর্জনের পাতা লিখে বনে যান দেশের সফলতম দলনেতা।

২০০৭ সালে অভিষিক্ত হয়ে ২০৭ ওয়ানডে খেলা ৩০ বছর বয়সী তামিম কোনো ফরম্যাটে কখনও পূর্ণকালীন দায়িত্ব পাননি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে আপদকালীন হিসেবে টাইগারদের নেতৃত্বে দেখা গেছে তাকে। ইংল্যান্ড বিশ্বকাপের পর এ বাঁহাতি ওপেনারের অধীনে শ্রীলঙ্কা সফরে গিয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে বাংলাদেশ।

সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়ার পর মুমিনুল হককে টেস্ট ও মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টুয়েন্টির নেতৃত্বে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।