চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওবামা-পুতিন ফোনালাপের পর সিরিয়ায় যুদ্ধ বিরতি

সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শনিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছেন দু’দেশের কর্মকর্তারা।

এর এক দিন আগে সিরিয়ার বিরোধী দলগুলোকে যুদ্ধবিরতিতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। তবে আইএস এবং আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট যুদ্ধবিরতির আওতার বাইরে থাকবে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, যুদ্ধবিরতি কার্যকর ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনালাপ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম আরো সহজ হবে। গত ১২ ফেব্রুয়ারি বিশ্ব শক্তিধর দেশগুলো সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরে একমত হয়েছিল।