চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এ বছর হজে যেতে পারবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন

এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি হিসেবে ১০ হাজার মানুষ হজ করতে পারবে। সর্বনিম্ন ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা ৭১ পয়সাসহ অন্যান্য খরচ দিয়ে বেসরকারিভাবে হজ করতে পারবেন মুসল্লিরা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

প্রতি এজেন্সি ১৫০ জন থেকে ৩০০ জন হজ যাত্রী নিতে পারবেন।

এছাড়া সরকারি খরচে ৩ লাখ ৮১ হাজার ৫০৫ টাকা ও ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা ব্যয় ধরে দুটি প্যাকেজ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পরে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, এবারও সরকারিভাবে ১০ হাজার ব্যক্তি হজ করতে যেতে পারবেন। আর বেসরকারিভাবে যেতে পারবেন ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন।

শফিউল আলম বলেন, এবার যারা হজে যাবেন, তাদের সবার এমআরপি পাসপোর্ট লাগবে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি হজ এজেন্সি কমপক্ষে ১৫০ জন ও সর্বোচ্চ ৩০০ জন ব্যক্তিকে হজে পাঠাতে পারবে।

গতবার বেসরকারিভাবে ৯১ হাজারের কিছু বেশি মানুষ হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।

https://youtu.be/uyUU4ly-A-E