চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার যুক্তরাজ্যে রুশ ব্যবসায়ী হত্যার তদন্ত

সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টার ঘটনার পর এবার এক রুশ ব্যবসায়ীর মৃত্যুর তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ।

ব্যবসায়ী নিকোলাই গ্লাসকোভের মরদেহ পাওয়া যায় গত ১২ মার্চ দক্ষিণ-পূর্ব লন্ডনের নিউ মলডেন এলাকায় নিজ বাসভবনে।

ওই মৃত্যুর ঘটনায় হত্যা মামলার তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। কারণ ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ‘ঘাড়ে চাপ প্রয়োগের ফলে’ অর্থাৎ শ্বাসরোধে ৬৮ বছর বয়সী এই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

তবে এ ঘটনার সঙ্গে স্যালিসবারিতে প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রুপাল ও তার মেয়ে ইউলিয়ার হত্যাচেষ্টার কোনো সংযোগ এখনো পায়নি পুলিশ। এ ব্যাপারে হাত খোলা রেখে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। সব দিকই এক্ষেত্রে বিবেচনায় রাখা হচ্ছে।

প্রাথমিকভাবে ১১ ও ১২ মার্চ নিউ মলডেনের ক্ল্যারেন্স এভিনিউয়ে নিহত ব্যবসায়ী গ্লাসকোভের বাড়ির আশপাশে সন্দেহজনক কিছু ঘটেছিল কী না তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ওই দু’দিনের মধ্যে প্রতিবেশীরা ওই বাড়ি বা তার আশপাশে সন্দেহজনক কিছু দেখে বা শুনে থাকলে পুলিশের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আপাতত ওই বাড়ি ও তার আশেপাশের এলাকাটুকু পুলিশ প্রহরায় রয়েছে। বর্তমানে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ।

রাশিয়া-যুক্তরাজ্যে রুশ গুপ্তচর হত্যাচেষ্টা
সাবেক রুশ গুপ্তচর সের্গেই ও ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপাল

এর আগে গত ৪ মার্চ উইল্টশায়ারের স্যালিসবারি এলাকায় একটি পার্কের বেঞ্চ থেকে রাশিয়ার প্রাক্তন গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে (৩৩) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার দায়িত্বে থাকা ডিটেকটিভ সার্জেন্ট নিক বেইলিও কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন।

স্ক্রিপাল বাবা-মেয়েকে এক ধরনের নার্ভ এজেন্ট বা স্নায়ু বিকলকারী বিষাক্ত গ্যাস প্রয়োগে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানায় বিবিসি।

এ ঘটনায় গত ১৪ মার্চ রাশিয়ার ২৩ জন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে।

রাশিয়াকে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার ঘটনার কোনো ব্যাখ্যা না দেয়ায় যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নেয়।