চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার টুইটারে হবে কেনাকাটা

নিজেদের সাইট থেকে কেনাকাটার সুবিধা দেয়ার কথা এক বছর আগেই ঘোষণা দিয়েছিলো মাইক্রোব্লগিং সাইট টুইটার। এরই ধারাবাহিকতায় এবার ই-কমার্স প্রতিষ্ঠান শপিফাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের সরাসরি যোগাযোগ তৈরির ক্ষেত্রে মাইক্রোব্লগিং সাইটটির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এটি।

শপিফাই ছাড়াও আরো বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই নিজেদের সাইটে কেনাকাটার সুবিধা চালু করতে যাচ্ছে সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক সময় সোশ্যাল কমার্সের পরিধি বাড়ছে বিশ্বব্যাপী। সংশ্লিষ্ট খাতে আধিপত্য বিস্তারে টুইটার, ফেসবুক ও পিন্টারেস্টসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম এই সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।

টুইটার ব্যবহারকারীরা এখন বাই বাটনে ক্লিক করে বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে এবং প্রয়োজনে পছন্দের পণ্য কিনতে পারবেন। এক্ষেত্রে বাই বাটনে ক্লিক করলে পণ্য সম্ভার এবং পণ্যের বিবরণ প্রদর্শিত হবে। এর পর একটি ফরম দেয়া হবে, যেখানে ক্রেতার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি বিল পরিশোধ-সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে। টুইটার ব্যবহারকারীর সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই শেষে পণ্য ডেলিভারির ব্যবস্থা করবে।