চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার জানুয়ারিতেই ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। যদিও প্রতিবছর অনিশ্চয়তা আর শঙ্কা থাকে লিগ ঘিরে। হবে, হচ্ছে করে ক্রিকেটের ভরা মৌসুম পেরিয়ে শেষমেশ মাঠের খেলা গড়ায় এপ্রিলে-মে’র ঝড়-বৃষ্টির দিনে। যে কারণে প্রিমিয়ার লিগের জৌলুসে কাটতি। লিগের ঐতিহ্য ও হারানো সেই জৌলুস ফেরাতে উদ্যোগী হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। নতুন বছরের শুরুতেই মাঠে গড়াবে এবারের প্রিমিয়ার লিগ, এমন ঘোষণা তাদের।

গত আসরে উন্মুক্ত পদ্ধতিতে দলবদল হলেও এক মৌসুম বিরতি দিয়ে আবারও ফিরছে প্লেয়ার্স বাই চয়েজ। থাকছে না খেলোয়াড়দের ইচ্ছামতো ক্লাব বেছে নেয়ার সুযোগ। বিসিবির ঠিক করে দেয়া ক্যাটাগরি অনুযায়ী লটারির মাধ্যমে খেলোয়াড় বেছে নেবে ক্লাবগুলো।

সিসিডিএম’র নতুন চেয়ারম্যান কাজী  এনাম আহমেদ মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রিমিয়ার লিগ নিয়ে তার কমিটির বেশকিছু পরিকল্পনার কথা। যার মধ্যে প্রথম পদক্ষেপ জানুয়ারিতে প্রিমিয়ার লিগ আয়োজন।

‘প্রিমিয়ার লিগ আমরা আগের মতো সময়ে নিয়ে আসতে চাই। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। চেষ্টা করবো জানুয়ারির ২০ তারিখের মধ্যে যাতে শুরু করা যায়। তার ১০ থেকে ১২ দিন আগে প্লেয়ার্স বাই চয়েজের যে ড্রাফট সিস্টেম আছে, সেটা যাতে করতে পারি।’

ওয়ানডে ফরম্যাটের পাশাপাশি পয়েন্ট টেবিলের সেরা আট দলকে নিয়ে টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা চলছে বলে জানালেন সিসিডিএম চেয়ারম্যান। কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচারের পাশাপাশি, আম্পায়ারিং বিতর্ক এড়াতে পুরো ম্যাচ ক্যামেরায় রেকর্ড করার কথাও জানান তিনি।

একসময় প্রিমিয়ার লিগের ম্যাচে দর্শকের ঢল নামত। এখন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী-মোহামেডান দ্বৈরথেও দেখা মেলে না হাজারখানেক দর্শক! প্রিমিয়ার লিগে দর্শক ফেরাতেও উদ্যোগ নেবেন এনাম আহমেদ। লিগের জনপ্রিয়তা ও দর্শক উপস্থিতি কমে যাওয়ার অন্যতম কারণ শহরের বাইরে লিগের ম্যাচ আয়োজন। দর্শকদের আগ্রহ ফেরাতে ঢাকা নগরীর কেন্দ্রস্থলের পরিচিত ভেন্যুর পাশাপাশি নতুন ভেন্যু যোগ করার পরিকল্পনাও আছে সিসিডিএমের।

‘শহরের ভেতর যে মাঠগুলো আছে সেগুলো নিয়ে ক্লাবগুলোর সাথে আলাপ করবো। বিশেষ করে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আবাহনী মাঠ যেন প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ লিগের জন্য ব্যবহার করা যায়। ধানমন্ডির ৮ নম্বর মাঠ, বুয়েট মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, এগুলো নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলবো, এমনকি সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দেখব আমরা। কোন মাঠগুলোকে আবার লিগের খেলার জন্য নিয়ে আসা যায়।’