চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এবার কানাডাও সতর্ক করলো নাগরিকদের

অস্ট্রেলিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পর কানাডাও তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। কানাডা সরকারের ভ্রমণ সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশের সন্ত্রাসবাদের হুমকি এবং ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে কানাডার নাগরিকদের উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

গতকাল (সোমবার) যুক্তরাজ্য নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করে এবং এর তিনদিন আগে শুক্রবার অস্ট্রেলিয়াও একই ধরণের সতর্কতা জারি করেছিলো। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের বাংলাদেশে অবস্থানকালে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

পরামর্শের এক পর্যায়ে চট্টগ্রাম পাহাড়ী এলাকাকে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। ফরেন অ্যাফেয়ার্স, ট্রেড এন্ড ডেভলপমেন্ট কানাডা ভঙ্গুর রাজনৈতিক অবস্থা ও পাহাড়ে অপহরণ ও জাতিগত সংঘর্ষের কারণে ওই এলাকায় অতি প্রয়োজন ব্যতীত নাগরকিদের ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দেয়।

সেপ্টেম্বরের শেষভাগে বাংলাদেশে পশ্চিমা লক্ষ্যবস্তুর ওপর জঙ্গি হামলা হতে পারে বলে জানায় কানাডা। একই রকম কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রও।