চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার ইউজিসি চেয়ারম্যানকে হত্যার হুমকি

অডিও বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে প্রাণনাশের হুমকির পরের দিন উড়ো চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এমন হুমকি পেয়ে বুধবার রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি-জিডি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সাভারের নুর হাসান নামে এক ব্যক্তি ইউজিসি’র চেয়ারম্যান অফিসের ঠিকানায় ডাকযোগে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতেই তাকে হত্যার হুমকি দেয়া হয়।

ইউজিসির নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ইউজিসি চেয়ারম্যানের নিরাপত্তা চেয়ে বুধবার (১৮ জুলাই) শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি ১২০৩) করেন।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, বুধবার দুপুরে জিডিটি করা হয়েছে। চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে দুর্নীতিবাজ ও ঘুষখোর বলা হয়েছে।

তিনি জানান, থানার একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে হত্যার হুমকি দেয়া হয়। সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইল ফোনে অডিও বার্তা দিয়ে প্রক্টরকে হত্যার হুমকি দেয়া হয়।

ড. লিটন কুমার সাহার মোবাইলে ০০০০০০০০০ এমন একটি নম্বর থেকে সেনাবাহিনীর সদর দপ্তরের বরাতে একটি পুরুষ কন্ঠ ওই অডিও বার্তা পাঠায়। ওই অডিও বার্তায় প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেয়া হয়।

হত্যার হুমকির পর রাজধানীর শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান একটি জিডি করেন।