চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এফডিসিতে শোক দিবস পালন

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তারই হাতে গড়া এফডিসিতে শোক দিবস পালন করছেন চলচ্চিত্রের মানুষেরা।

এদিন সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এছাড়া সকাল ১০টায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নিবেদিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

যোহর নামাজের পর কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এছাড়া এফডিসিকেন্দ্রিক ১৯টি সংগঠনও আলাদাভাবে নানা আয়োজন করেছে শোক দিবসে। তারমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতির মতো সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত, দোয়াসহ বিভিন্ন আয়োজন রেখেছে।

দুপুর ১২ টায় পরিচালক সমিতির পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ তার আগে শ্রদ্ধা জানায় ফিল্ম ক্লাব, সিডাবসহ এফডিসির অন্যান্য সংগঠন।

পরিচালক সমিতির সাংগঠনিক সচিব অপূর্ব রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, ১৭ আগস্ট শোক দিবস উপলক্ষে দুপুর ১২ টায় আলোচনা সভা ও একাধিক আয়োজন রাখা হয়েছে। সেখানে মন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন।