চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এতোটুকু কৃতজ্ঞতা থাকা উচিত

এক মুক্তিযোদ্ধা পরিবারের উপরে হামলা এবং জমি দখলকারীর পক্ষে জামিন চাইতে আদালতে বড় বড় উকিলদের ভিড় দেখে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আইনজীবী, অনলাইন এক্টিভিস্ট, ছাত্র আন্দোলনের সাবেক কর্মী রাজেশ পাল।

রাজেশ পাল লিখেছেন,
“এক অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের উপরে হামলা এবং জমি বেদখলকারীদের জন্য আদালতে আজ জামিন চাওয়া হয়েছিল।

জামিনের বিরোধিতা করতে গিয়ে দেখি জামিন চাইতে সব হোমড়াচোমড়া সিনিয়রদের ভিড়। শুধু একজন সিনিয়র আর কয়েকজন স্নেহাস্পদ জুনিয়র ভাইদের পাশে নিয়ে জামিন ঠেকিয়ে দিই অনেক কষ্টে।

হাতেনাতে ধৃত এই আসামীর পক্ষে এভাবে যারা ডিফেন্স নিলেন, তারা সকলেই আমার শ্রদ্ধেয় ছিলেন। আজ থেকে সেই শ্রদ্ধার জোয়ারে ভাটা পড়লো অবশ্যম্ভাভীভাবেই।

আগামীদিন আবারো শুনানী হবে। জানি না এই ছোট ভাইদের ছাড়া আর কাউকে সাথে পাবো কিনা। কিন্তু সীমিত শক্তি দিয়েই আবারো দাড়াবো আমরা।

আর আমার সেই সিনিয়রদের বলি, জীবনে অর্থ, বিত্ত, সম্মান কোনটারইতো কম প্রাপ্তি হয়নি আপনাদের। আমার মতো বাসে, রিকশায় চড়া বটতলার উকিলও আপনারা নন।

কিইবা এমন ক্ষতি হয় এই একটি মামলায় না দাঁড়ালে? এই মানুষগুলো একদিন জীবন বাজি রেখে লড়েছিলেন বলেই আজ আপনি, আমি স্বাধীন দেশে আইনের কালো কোট গায়ে গর্বিত বোধ করি।

এদের কাছে এতোটুকু কৃতজ্ঞতো আমাদের থাকা উচিত।”