চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক রাতেই ১১ কোটি টাকার মালিক তিনি

সময়ের ব্যবধান মাত্র একটা রাত, যাকে বলা হয় রাতারাতি। ঠিক তেমন একটা রাতেই কোটিপতি বনে গেছেন ইন্দোনেশিয়ার ৩৩ বছর বয়সী দরিদ্র এক যুবক। তার নাম জোসুয়া হুটাগালানগু। এখন তিনি প্রায় ১১ কোটি টাকার মালিক।

কিন্তু কিভাবে জোসুয়া হুট করে এত টাকার মালিক বনে গেলেন? এতো টাকা কি আকাশ থেকে পড়লো? হ্যাঁ ঠিক ধরেছেন, আকাশ থেকেই পড়েছে। তবে টাকা নয়, বিরল এক উল্কাপিণ্ডের খণ্ড। আর সেই উল্কাপিণ্ড বিক্রি করেই তিনি ১১ কোটি টাকার মালিক।

গত আগস্টের মাঝামাঝি একটা সময় জোসুয়া ঘরের বাইরে কাজ করছিল। ঠিক সেই সময় ২ দশমিক ১ কেজি ওজনের একটি উল্কাপিণ্ড তার ছাদ ভেঙ্গে বারান্দার মেঝেতে পড়ে।

অনেক জোরে শব্দ করে পিণ্ডটি যখন বাড়ির ছাদে পড়ে, প্রচণ্ড শব্দে বাড়ি কিছুটা নড়েচড়ে উঠে। এবং বাড়ির ছাদ প্রায় ১৫ সেমি ফুটো করে নিচে নেমে আসে। তখন প্রচণ্ড গরম ছিল উল্কাপিণ্ডটি। পরে তা ঠাণ্ডা হয়ে যায়।

জোসুয়া জানিয়েছেন, এই উল্কার টুকরাটি প্রায় ৪ বিলিয়ন বছরের পুরোনো। এটি খুব বিরল প্রজাতির উল্কা। তাই প্রতি গ্রামের দাম ধরা হয় ৮৫৭ ডলার।

সেই উল্কাপিণ্ড বিক্রি করে জোসুয়া পেয়েছেন ১০ লাখ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২১ লাখ টাকা।