চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নজরুলের গানে প্রথমবার সংগীতায়োজনে অর্ণব

‘জাগো নারী জাগো বহ্নি শিখা’-কাজী নজরুল ইসলামের জাগরণের এই গান নতুন সংগীতায়োজনে নিয়ে এলেন অর্ণব। যে গানে কণ্ঠ দিলেন নজরুল সংগীতশিল্পী সুস্মিতা আনিস।

নারী মুক্তির চিন্তা সমাজে তাদের সম্মান তাদের অবদানকে মাথায় রেখেই এই গানের উদ্যোগ নেন বলে জানান সুস্মিতা আনিস।

গানটির সংগীতায়োজন নিয়ে অর্ণব বলেন, ‌এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেলাম। আমি নিজের মতো করে সংগীত আয়োজন করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

গানটির মিউজিক ভিডিওতে আছে নাচের ব্যবহার। নৃত্যে ফুটিয়ে তোলা হয়েছে নারী অধিকারের নানান মুহূর্ত।

সুস্মিতা আনিস বলেন, চারিদিকে নারীদের উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ হলো এই গান। নজরুলের গান উদ্ধুদ্ধ করে, অনুপ্রেরণা জোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। এই গান অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক উদ্যোগ।

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গানটি প্রকাশ হবে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।