চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বলিউডের এই তিন নির্মাতার প্রথম আয় কত?

টুইটারের একটি পোস্ট হঠাৎ করেই ট্রেন্ডে পরিণত হয়েছে! আর এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন বলিউড নির্মাতা অনুভব সিনহা, হংসল মেহতা এবং উমেশ শুক্লা।

তারা জানিয়েছেন তাদের প্রথম পারিশ্রমিক, কত বছর বয়সে আয় করেছিলেন এবং কোথায় খরচ করেছিলেন সেই প্রসঙ্গে।

অনুভব সিনহা জানিয়েছেন, তিনি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন, তখন ক্লাস সেভেনের এক ছাত্রকে পড়াতেন। সেই সময়ে প্রথম আয় করেছিলেন ৮০ রুপি। ১৮ বছর বয়সের সেই উপার্জনের অর্থ ধূমপানের পেছনে খরচ হয়ে গিয়েছিল।

নির্মাতা হংসল মেহতা জানান, ‘তার প্রথম আয় ছিল ৪৫০ রুপি, ১৬ বছর বয়সে। তিনি একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ছিলেন।’

‘ওএমজি’ খ্যাত নির্মাতা উমেশ শুকলা লিখেছেন, ‘তার প্রথম উপার্জন ছিল ৩৫ রুপি প্রতি শো-তে। স্টেজের পেছনে কাজ করতেন তিনি নির্মাতা মহেন্দ্র জোশির অধীনে। এছাড়াও দুটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে ৪০০ রুপি পেতেন।’

অনুভব সিনহার ‘থাপ্পড়’ মুক্তি পেয়েছিল চলতি বছরের শুরুতে। এরপর তিনি আয়ুষ্মান খুরানাকে নিয়ে একটি অ্যাকশন থ্রিলার নির্মাণ করবেন।

হংসল মেহতার পরিচালনায় ‘স্ক্যাম ১৯৯২’ এবং ‘ছালাং’ মুক্তি পেয়েছে সম্প্রতি।