চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় তালিকা প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত তৃতীয় তালিকায় স্থান পেয়েছেন এক লাখ আট হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। শনিবার (১১ জুলাই) বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়।

তৃতীয় তালিকার ভর্তিচ্ছুরা ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন।

ভর্তির জন্য ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd -এ রোল নম্বর দিয়ে শিক্ষার্থীরা ফল জানা যাবে।

তৃতীয় তালিকার জন্য মোট আবেদন করেছিলেন এক লাখ ৯ হাজার ১৪৬ জন শিক্ষার্থী। কলেজে আসন না থাকায় আবেদন করেও বাদ পড়েছেন ৫০৭ জন শিক্ষার্থী।

গত ২৮ জুন মধ্যরাতে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী। গত ৬ জুন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়, যাতে মনোনীত হয় ১৭ হাজার ৬৪৭ জন।