চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একবারই ভর্তি পরীক্ষা দেওয়া যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আর থাকছে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক সাংবাদিকদের এই বিষয়টি জানান। 

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার কথা বলে অনেকেই ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে একজনের জায়গায় অন্যজন অংশগ্রহণ করে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। 

সুতরাং ২০১৬ সালে যারা এইচ এসসি পরীক্ষা দেবে শুধুমাত্র তারাই আগামী বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০১৫ সালের শিক্ষার্থীরা এই সুযোগ আর পাবে না।

এর আগে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে হাইকোর্ট রিট করলেও তা খারিজ হয়ে যায়।