চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এটাই সরকারের লক্ষ্য। 

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামে নেভাল একাডেমিতে যুক্ত হয়ে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে সক্ষম করে গড়ে তুলছি।

নৌবাহিনীর উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নৌবাহিনী এখন একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। এ সময় দেশকে এগিয়ে নিতে যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।

এবছর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে এবারে ৩১ জন মিডশিপম্যান এবং ৩২ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার পদে কমিশন লাভ করলেন।

সেরা চৌকস হিসেবে মিডশিপম্যান মেহরাব হোসেন অমি সোর্ড অব অনার লাভ করেন। মিডশিপম্যান হামিদ হোসেন নৌ প্রধান স্বর্ণ পদক এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার হতে অ্যাক্টিং সাব লেফটেনেন্ট ফরিদুর রহমান বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণ পদক লাভ করেন।