চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একটাই ব্যানারের নিচে থাকবে ছাত্রলীগ: লেখক ভট্টাচার্য

বাংলাদেশ ছাত্রলীগের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘পূর্বের ধারাবাহিকতা ও ছাত্রলীগের সোনালি ইতিহাসের সাথে তাল মিলিয়ে আমরা ছাত্রলীগকে এমন জায়গায় দাঁড় করাতে চাই যেখানে ছাত্রলীগ হবে একটাই ব্যানারে।’

তিনি বলেন, ‘একটাই ব্যানারের নিচে ছাত্রলীগ থাকবে। এখানে অমুকের ছাত্রলীগ তমুকের ছাত্রলীগ বলে কোনো কথা থাকবে না। কোনো গ্রুপিং হবে না। ছাত্রলীগ সবাই এবং সেটা শেখ হাসিনার ছাত্রলীগ।’

রোববার দুপরে দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের সবাইকে একটি টিম হয়ে কাজ করে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। সদ্য অপসারিত সভাপতি-সাধারণ সম্পাদকের কর্মীদের উদ্দেশে লেখক বলেন, ‘কেউ মনে কষ্ট রাখবেন না। যারা ভালো কাজ করেছেন যোগ্যতার ভিত্তিতে সকলকে মূল্যায়ন করা হবে।’

এর কিছুক্ষণ পর মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর নিদের্শে ছাত্রলীগকে পরিচালিত করবো। তিনি যেভাবে বলবেন ঠিক সেইভাবে ছাত্রলীগ চলবে। কোনো টেন্ডারবাজ বা চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করবো।’

জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কারো বিরুদ্ধে যদি চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগের প্রমাণ পাওয়া যায় এবং তারা যদি ছাত্রলীগের সুনাম নষ্ট করে তাহলে সাথে সাথেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

লেখক বলেন, ‘আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী দশ মাসের মধ্যে সবগুলো কমিটি তৈরি করে একটি সুন্দর সম্মেলন উপহার দেয়া। ছাত্রলীগকে নিয়ে যাতে সাংবাদিকরা কোনো নেতিবাচক প্রশ্ন করতে না পারেন, আমরা সেই পর্যায়ে ছাত্রলীগকে নিয়ে যাবো। এটা বাস্তবায়ন করতে পারলে আমরা খুশি থাকবো।’