চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একই দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত

বাংলাদেশের বিপক্ষে সাফল্য পাওয়া দলটি অপরিবর্তিত রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামছে ভারত। মঙ্গলবার সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দেওয়া ১৬ সদস্যের স্কোয়াডে তাই নেই কোনো চমক।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হাঁটুতে চোট পাওয়া পেসার মোহাম্মদ সামি সেরে না ওঠায় দলে জায়গা পাননি। বাংলাদেশের বিপক্ষে শুরুতে স্কোয়াডে থাকা লেগস্পিনার অমিত মিশ্র চোট নিয়ে ছিটকে যান। তার জায়গায় ডাক পাওয়া কুলদিপ যাদব স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আগামী ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নামবে ভারত।

প্রথম দুই টেস্টের ভারত দল:
মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, করুন নায়ার, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভূবনেশ্বর কুমার, কুলদিপ যাদব।