চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উদ্যোক্তাদের জন্য স্পার্কের ৫০০০০ ডলার অনুদান, বাংলাদেশিরাও পারবে

দেশের তরুণ উদ্যোক্তাদের নতুন উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিতে স্পার্ক বাংলাদেশ চালু করেছে অ্যাকসেলারেটর প্রোগ্রাম। একেবারে শুরুর দিকে রয়েছে, এমন বিভিন্ন উদ্যোগকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য ৫০ হাজার ডলার অনুদান দেবে সংস্থাটি।

এর পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তাদের জন্য থাকবে ঢাকায় ৫ দিনের বিশেষ কর্মশালা যেখানে তাদের উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হবে। কর্মশালার পাশাপাশি ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে নির্বাচিত উদ্যোক্তাদের জন্য।

এছাড়া স্পার্ক বাংলাদেশের পক্ষ থেকে এক বছরের জন্য আরও বিভিন্ন সহযোগিতা করা হবে উদ্যোক্তাদের যার মধ্যে আছে আইনগত সহায়তা, বিপণন পরামর্শ, মেন্টর, অ্যাকাউন্টেন্ট প্রভৃতি।

আবেদনের যোগ্যতা: শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান কিংবা কর্মসংস্থান খাতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখছে, এমন নতুন উদ্যোগ স্পার্ক অ্যাকসেলারেটর প্রোগ্রামে আবনেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭। আবেদন করা যাবে এই ওয়েবসাইট থেকে।