চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদ বাজারে সক্রিয় পকেটমার চক্র

বরাবরের মতো ঈদ বাজারে সক্রিয় পকেটমার চক্র। মার্কেট থেকে বের হয়ে ছিনতাইয়ের শিকারও হচ্ছেন অনেকে। বিক্রেতারা জানিয়েছেন, ভদ্রবেশে নারী ছিনতাইকারীদের সংখ্যাই বেশি।

ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে বাড়ে ছিনতাইকারী আর পকেটমারদের আনাগোনা। প্রিয়জনের জন্য ঈদের বাজার করে টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র খুইয়েছেন অনেকেই। তবে বেশিরভাগ ক্রেতাই সচেতন।

এখনও এমন অবস্থায় পড়েননি উল্লেখ করে অনেক ক্রেতাই জানালেন, আমরা এখন পর্যন্ত এমন পরিস্থিতিতে পড়িনি। আগে থেকে সতর্ক থাকায় এই বিড়ম্বনায় পড়তে হয়নি। তবে বিক্রেতা জানালেন ভিন্ন কথা, পুরুষের পাশাপাশি অনেক নারীও এই চক্রের সদস্য উল্লেখ করে তারা বলেন, অনেক নারীই আছেন এখানে আসেন যারা ক্রেতাদের পেছনে দাঁড়িয়ে তাদের ব্যাগ থেকে টাকা কিংবা মোবাইল হাতিয়ে নিচ্ছেন।

ছিনতাইকারী আর পকেটমারদের রোধ করতে রাজধানীর শপিং মলগুলোতে ররাজা শুরুর পর থেকে আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা নজরদারি করছেন।

দায়িত্ব প্রাপ্ত আইনশৃংখলা নিয়ন্ত্রণকারী সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা সব সময় সজাগ আছি যাতে এই ঈদের সময় কোন প্রকার অপ্রীতি কর ঘটনা ঘটতে না পারে।ক্রেতাদের বিভিন্ন অভিযোগের জন্য শপিং মলগুলোতে তথ্য কেন্দ্র খুলেছে দোকান মালিক সমিতি।

সব সময় ক্রেতা ও দোকান মালিকদের মাইকিং করে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মালিক সমিতি সাধারণ সম্পাদক হারুন। ক্রেতারা বলছেন, তারা সতর্ক থাকেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীকেও তৎপরতা বাড়াতে হবে।