চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঈদ আয়োজনে চ্যানেল আই: ৭ সিনেমা, ১১ টেলিছবি ও ১৪ নাটক

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো

ঈদের সাত দিনে সাচ চলচ্চিত্র:

ঈদের সাত দিনেই সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে দারুণ সব চলচ্চিত্র। এরমধ্যে পাঁচটি চলচ্চিত্র নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত, আর বাকি দুটি সিনেমা একেবারে নতুন:

ঈদের দিন: ‘টেলিভিশন’ ছবিটি দেখানো হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, মোশারফ করিম, মুকিত জাকারিয়া, শামীম শাহেদ, শাহির হুদা রুমি প্রমুখ।

ঈদের ২য় দিন: নতুন ছবি ‘হলুদবনি’ দেখানো হবে ঈদের ২য় দিন। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন তাহের শিপন (বাংলাদেশ) ও মুকুল রায় চৌধুরী (ভারত)। এতে অভিনয় করেছেন পাওলি দাম, পরমব্রত, নুশরাত ইমরোজ তিশা প্রমুখ।

ঈদের তৃতীয় দিন দেখানো ‘পিঁপড়াবিদ্যা’। অভিনয়ে শিনা চৌহান, নুর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া, মউ দেবনাথ প্রমুখ।

ঈদের চতুর্থ দিন বাংলাদেশের আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘ব্যাচেলর’। এতে অভিনয় করেছিলেন অপি করিম, ফেরদৌস, শাবনূর, হুমায়ূন ফরিদী, ইলোরা গহর প্রমুখ।

ঈদের ৫ম দিন থাকছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, মোর্শারফ করিম, রাশেদ আহমেদ তপু, আবুল হায়াত প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: নতুন ছবি ‘মাটির প্রজার দেশ’ প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন। পরিচালনায় ইমতিয়াজ আহমেদ বিজন।অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, আবদুল্লাহ রানা, শিউলি আখতার, মনির আহমেদ, রমিজ রাজু প্রমুখ।

ঈদের ৭ম দিন দেখানো হবে‘মেড ইন বাংলাদেশ’। অভিনয়ে জাহিদ হাসান, তানিয়া আহমেদ, শহিদুজ্জামান সেলিম, তারিক আনাম খান, সালেহ আহমেদ, মারজুক রাসেল, তিন্নি, হাসান মাসুদ প্রমুখ।

৭ দিনে ১১ টেলিফিল্ম: 

ঈদুল আযহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই প্রচার করবে জনপ্রিয় নির্মাতা ও অভিনয়শিল্পীদের অভিনয়ে ১১ টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত:

ঈদের দিন: ‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’ ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে দেখানো হবে। রচনায় ফেরারী ফরহাদ ও পরিচালনায় রাশেদ বিপ্লব। অভিনয় করেছেন জাহিদ হাসান, ঈশানা, সোহেল খান, মুনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, স্বাধীন খসরু, পুতুল, ফারুক আহমেদ, মম মোর্শেদ প্রমুখ।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘সুতোয় বাঁধা প্রজাপতি’। দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন রূপক বিন রউফ। অভিনয়ে নোবেল, আনিকা কবির শখ প্রমুখ।

ঈদের ৩য় দিন : টেলিফিল্ম ‘বাবার বুকের ঘ্রাণ’ প্রচার হবে ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। রচনায় মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে মামুনুর রশীদ, সারওয়াত আজাদ বৃষ্টি, মামনুন ইমন প্রমুখ।

একই দিনে দুপুর ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘অলৌকিক সংসার’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, মনোজ প্রামানিক, মীম মানতাশা প্রমুখ।

ঈদের ৪র্থ দিন : এদিন দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘ভুবন ভরা ভালোবাসা’। সেতু আরিফের রচনায় এটি পরিচালনা করেছেন দেবব্রত রনি। অভিনয়ে জোভান, সারওয়াত আজাদ বৃষ্টি, সোহেল খান, নওশাবা, শামীমা নাজনীন প্রমুখ।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘অগ্নিফসল’। এটি রচনা ও পরিচালনা করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয় করেছেন আফজাল হোসেন, মৌসুমী মৌ, ইয়াশ রোহান, ফারহানা মিঠু প্রমুখ।

ঈদের ৫ম দিন : টেলিফিল্ম ‘বিজয় ঘুড়ি’ প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে তারিক আনাম খান, দিলারা জামান, খাইরুল আলম সবুজ, রুবেনা রেজা জুঁই প্রমুখ।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘শূন্যপাতার চিঠি’। রচনায় মুনতাহা বৃত্তা ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, এ্যালেন শুভ্র, মিষ্টি, ফারুক আহমেদ প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন : টেলিফিল্ম ‘বেদানা বিবির বিন্নি’। রচনা ও পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে মারজুক রাসেল, মুমতাহিনা টয়া, মুনিরা মিঠু, সোহেল খান, চাষী আলম, শফিক খান দিলু, মাসুদ রানা মিঠু প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিনে বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘আলাদিনের ফ্যাট বাড়ি’ । রচনা ও পরিচালনায় শহিদ উন নবী। অভিনয়ে এ্যালেন শুভ্র, মীম মানতাশা, তারিক স্বপন প্রমুখ।

ঈদের ৭ম দিন : ‘দমকা হাওয়া’ টেলিফিল্মটি প্রচার হবে ঈদের ৭ম দিন বিকাল ০৪:৩০ মিনিটে। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে জুনায়েদ, জেসিয়া, সোহেল খান প্রমুখ।

৮ দিনে ১৪ নাটক:

ঈদুল আযহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই’তে প্রচার হবে জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত এবং খ্যাতিমান রচয়িতা ও নির্মাতাদের পরিচালনায় ১৪ নাটক। নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত:

ঈদের আগের দিন: রেজানুর রহমান নাটক ‘একটি প্রার্থনার গল্প’ প্রচার হবে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয়ে সুমনা সোমা, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।

ঈদের দিন: ‘ক্রিস্টালের রাজহাঁস’ নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। মূল গল্প রাবেয়া খাতুন। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মুনিরা মিঠু।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন বিশ্বজিত দত্ত। অভিনয়ে মোশারফ করিম, জাকিয়া বারি মম প্রমুখ।

ঈদের ২য় দিন: নাটক ‘ধাঁধার থেকেও জটিল তুমি’ রচনা সারওয়াত রেজা জিমি ও পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ।

একইদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ভারপ্রাপ্ত হাজব্যান্ড’। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন সারিকা, নাঈম প্রমুখ।

ঈদের ৩য় দিন: নাটক ‘বংশপ্রদীপ’। শৌর্য দীপ্ত সূর্যের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা। অভিনয়ে জাহিদ হাসান, ইমু শিকদার, শ্রাবন্তী শ্রাবণ প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বিহঙ্গ প্রেম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।এতে অভিনয় করেছেন আফরান নিশো, মৌসুমী হামিদ প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘আধাঁরের আলোকমালা’ দেখানো হবে ঈদের ৪র্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা সায়মা সুলতানা মিরা এবং পরিচালনায় কামরুল হক সরকার। অভিনয়ে মেহজাবিন চৌধুরী, নাঈম, সামিয়া সাইদ প্রমুখ।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সাদা পায়রা’। রচনা ও পরিচালনা করেছেন আরিফ রহমান। অভিনয়ে অপূর্ব, নাদিয়া আহমেদ, তারিক স্বপন প্রমুখ।

ঈদের ৫ম দিন: ‘ভালোবাসার টপফোর’ নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা শাহরিয়ার তাসজিদ ও পরিচালনায় খাইরুল পাপন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, খায়রুল বাশার, মিলি বাশার প্রমুখ।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বেদনার লকডাউন’। প্রীতি দত্ত’র রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মুহাইমুন মম, মিলি বাশার, সৌমিক প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘আমার একটাই বউ’। রচনা আবদুল্লাহ আল মুক্তাদির ও পরিচালনায় তানভীর হোসেন। অভিনয়ে ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিয়া, মুনিরা মিঠু প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘করোনা কীর্তিকলাপ’। রাজিব রসুলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী, মুনিরা মিঠু, কচি খন্দকার, তারিক স্বপন, ফারুক আহমেদ, সাহেদ প্রমুখ।

ঈদের ৭ম দিন: নাটক ‘অন্য নাটকের গল্প’ দেখানো হবে ঈদের ৭ম দিন রাত ৯টা ৩৫ মিনিটে। ইরাজ আহমেদ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন সতীর্থ রহমান। অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, সাজু খাদেম, শিনা খান, কল্যান কোরইয়া, সতীর্থ রহমান প্রমুখ।