চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ই-পাসপোর্ট মুজিববর্ষের উপহার: প্রধানমন্ত্রী

ই-পাসপোর্ট মুজিববর্ষে বাংলাদেশের মানুষের জন্য উপহার মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। সে জন্যই ই-পাসপোর্ট। বুধবার বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন: ‘এই মাসপোর্টের মাধ্যমে দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। আগে গলাকাটা পাসপোর্ট […]

ই-পাসপোর্ট মুজিববর্ষে বাংলাদেশের মানুষের জন্য উপহার মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। সে জন্যই ই-পাসপোর্ট।

বুধবার বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন: ‘এই মাসপোর্টের মাধ্যমে দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। আগে গলাকাটা পাসপোর্ট ছিলো সেটা আর থাকবে না। মানুষ আর ধোঁকায় পড়বে না। প্রথমে হাতে লেখা, এরপর এমআরপি, আর এখন ই-পাসপোর্ট।’

সেসময় ই-পাসপোর্ট চালু হওয়ায় বিদেশে বাংলাদেশি ও প্রবাসীরা এবং বাংলাদেশে বিদেশিরা আর ভোগান্তিতে পড়বে না বা আর হয়রানির শিকার হবে না বলে মন্তব্য করেন তিনি।