চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইয়াসিরের ‘কনকাশন সাব’ সোহান

চট্টগ্রাম থেকে: হেলমেটে বলের আঘাতে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন ইয়াসির আলি রাব্বি। ৩৯ রানে আহত অবসর নিয়ে ড্রেসিংরুমে যাওয়া অভিষিক্ত তরুণের জায়গায় কনকাশন সাব হিসেবে ব্যাট করবেন স্কোয়াডে থাকা নুরুল হাসান সোহান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। লিড পৌঁছে গেছে ১৫৯ রানে। লিটন ৩২ ও সোহান শূন্য রানে ব্যাট করছেন।

ড্রেসিংরুম থেকে মাথায় স্ক্যান করাতে পাঠানো হয়েছে ইয়াসিরকে। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ডাক করতে গেলে বল লাগে ইয়াসিরের হেলমেটে। তারপরও দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন। পানি পানের বিরতিতে গেলে অসুস্থ বোধ করায় আর মাঠে ফিরতে পারেননি। লিটন দাসের সঙ্গী হয়েছেন মেহেদী মিরাজ।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই মুশফিকুর রহিমের উইকেট হারায় বাংলাদেশ। ইয়াসিরের সঙ্গী হন লিটন দাস। দুজন দারুণ ব্যাট করছিলেন। কিন্তু মাথায় আঘাতের কারণে বিচ্ছিন্ন হল তাদের জমে ওঠা জুটি।