চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইসরায়লে সন্ত্রাসী হামলায় পুলিশসহ চারজন নিহত

ইসরায়লের  উত্তর শহর হাদেরায় সন্ত্রাসী হামলায় ২ পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশের ওপর গুলিবর্ষণকারী ২ ব্যক্তি পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএফপি’র বরাতে এনডিটিভি জানায়, তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

চার আরব পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ ইসরায়েলে এক নজিরবিহীন আঞ্চলিক বৈঠককালে এই মারাত্মক হামলা হয়।

পুলিশ জানায়, দুই সন্ত্রাসী হাদেরার হার্বার্ট স্যামুয়েল স্ট্রিটে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে তারা  দুজনই নিহত হয়।

এই অঞ্চলের পুলিশ ডেপুটি কমান্ডার দুদু বোয়ানি সাংবাদিকদের বলেছেন, হামলার শিকার দুজন পুলিশ কর্মকর্তা। হামলাকারীদেরও গুলি করে হত্যা করা হয়েছে।

একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তারা বন্দুকযুদ্ধে আক্রমণকারীদের প্রতিহত করে।

চিকিৎসক জানান, এ ঘটনায় আরও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও দুজনকে ওই স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এক সপ্তাহেরও কম আগে, এক ইসলামিক স্টেট (আইএস)’র অনুসারী দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেবাতে ছুরিকাঘাতে এবং গাড়ির ধাক্কায় চার ইসরায়েলিকে হত্যা করেছিল।