চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইনকা সভ্যতার হারানো শহর: মাচু পিচু

বিশ্বের যে নিদর্শনগুলো সবচেয়ে বেশি রহস্যকে ধারণ করে, সেগুলোর মধ্যে অন্যতম হলো ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু। পেরুর উরুবাম্বা উপত্যকার ওপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ২৪০০ মিটার। ১৯১১ সালে হাইরাম বিংহাম নামের একজন মার্কিন পুরাতত্ত্ববিদ মাচু পিচু শহরটি আবিষ্কার করেন। মাচু পিচু নির্মিত হয়েছিল প্রায় ১৪৫০ সালের দিকে। শহরটিতে ১৪০ টি স্থাপনার মধ্যে এখনো সবকটিই টিকে আছে। ইউনেস্কো ১৯৮৩ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে।