চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইকার্দিকে সরিয়ে দিতে ইন্টার সমর্থকদের হুমকি!

অনেক জলঘোলা করার পর আবারও জেনোয়ার বিপক্ষে ইন্টার মিলানের জার্সি গায়ে মাঠে নামবেন মাউরো ইকার্দি। কিন্তু সাবেক অধিনায়কের এই প্রত্যাবর্তন মোটেও ভালো চোখে দেখছে না দলটির কট্টোর সমর্থকগোষ্ঠী ‘কারভা নর্ড’। ইন্টারের জার্সি গায়ে ইকার্দিকে আবারও দেখা গেলে এর পরিণাম খারাপ হতে পারে বলেও হুমকি দিয়েছে তারা!

বেতন না বাড়ালে দল ছাড়বেন- এমন হুমকি দিয়ে ইন্টারের চক্ষুশূল হন ইকার্দি। পরিণামে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অধিনায়কত্ব কেড়ে নেয় ক্লাবটি। গত ফেব্রুয়ারির পর রাখা হয়নি দলেও। একটা সময় অনুশীলনেও ব্রাত্য হয়ে পড়েন ইন্টার নাম্বার নাইন। স্বামীর প্রতি ক্লাবের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে একাধিক বেফাঁস মন্তব্য করে পরিস্থিতি আরও ঘোলা করে তোলেন আর্জেন্টাইন তারকার স্ত্রী ও এজেন্ট ওয়ান্ডা নারা!

শুধু ক্লাবের সঙ্গেই নয়, নিজের আত্মজীবনীতে কারভা নর্ডের সমালোচনা করে গোষ্ঠীটির চোখের বালিতে পরিণত হন ইকার্দি।

একটা সময় রোনালদোর শূন্যস্থান পূরণে ইকার্দিকে দলে টানতে চাইলেও পরে অবস্থা বেগতিক দেখে পিঠটান দেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। একইভাবে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় একাধিক ক্লাব। বাধ্য হয়ে শেষ পর্যন্ত ইন্টারের সঙ্গে মধ্যস্থতায় আসেন ইকার্দি।

শেষ পর্যন্ত সব বিভেদ ভুলে মঙ্গলবার জেনোয়ার বিপক্ষে সাবেক অধিনায়ককে দলে রাখার ঘোষণা দিয়েছেন লুসিয়ানো স্পেল্লেত্তি। কিন্তু কিছুদিন আগে বেফাঁস মন্তব্যের কথা মনে রেখে নেরাজ্জুরি কোচের সিদ্ধান্তের সমালোচনা করেছে কারভা নর্ড।

মঙ্গলবার সকালে ইকার্দিকে বাইরে রাখার অনুরোধ জানিয়েছে কারভা নর্ড। একসময়ের চোখের মণিকে ‘বিষফোঁড়া’ উল্লেখ করে তাদের দাবী, ইকার্দি দলে জায়গা পেলে সম্মান হারাবে ইন্টার। উত্তপ্ত হবে ড্রেসিংরুম!

‘এই বিবৃতিতে আমরা ক্লাবকে অনুরোধ করছি যতদ্রুত সম্ভব ইকার্দিকে সরিয়ে দেয়ার, যে কিনা নিজের সর্বোচ্চটুকু দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইন্টারকে নিজের ভবিষ্যৎ বলে মনে করেনি। সবচেয়ে প্রয়োজনীয় সময়ে পিঠটান দিয়েছে।’

‘আমাদের কাছে ব্যক্তিস্বার্থের চেয়ে দলের প্রতি নিবেদনটাই বড়। সেই হিসেবে ইকার্দি মোটেও এখন ইন্টারের অংশ নয় এবং এখন থেকে তার সঙ্গে সেই মতেই আচরণ করা হবে!’