চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইউরোপে ১০ হাজার শরণার্থী শিশু নিখোঁজ

গত দুই বছরে ইউরোপ জুড়ে অন্তত ১০ হাজার শরণার্থী শিশু নিখোঁজ হয়েছে। ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপোল রোববার জানায়, গত ১৮-২৪ মাসে রেজিষ্ট্রেশন করা অন্তত ১০ হাজার শরণার্থী শিশুর হদিস পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা শিশুরা যৌন পাচারকারী কিংবা মানবপাচাকারীদের খপ্পরে পরে নিখোঁজ হয়েছে।

ব্রিটিশ দৈনিক অবজারভারবে এক প্রতিবেদন প্রকাশের পর শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপোলের মিডিয়া উইং।

ইউরোপেলের চিফ অব স্টাফ ব্রায়ান ডোনাল্ড জানান, অসহায় শিশুরা ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করার পর নিখোঁজ হয়েছে। তিনি বলেন, ১০ হাজারের বেশী শিশুকে আমরা খুঁজছি।

অবজারভার জানায়, শুধু ইতালি থেকেই নিখোঁজ হয়েছে ৫ হাজার শিশু।

ডোনাল্ড বলেন, যারা নিখোঁজ হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হবে এই জন্য আমরা খুঁজছি না। আমরা শুধু জানতে চাই তারা কোথায় আছে, কী করছে।

অবজারভার তাদের প্রতিবেদনে জানায়, ইউরোপোল এই প্রমাণ পেয়েছে যে, শরণার্থী শিশুদের নিখোঁজের পেছনে যৌন পাচারকারীদের হাত রয়েছে।

ডোনাল্ড বলেন, জার্মানি ও হাঙ্গেরিতে ফৌজদারি অপরাধে অনেক শরণার্থীকে আটক করা হয়েছে। এর ফলে শরণার্থী সংকট আরো জটিল হচ্ছে।

সংঘাতপূর্ণ সিরিয়াসহ অন্যান্য দেশ থেকে গত বছর ১০ লাখের বেশি অভিবাসনপ্রত্যাশী মানুষ ইউরোপে প্রবেশ করে। এর মধ্যে ২ লাখ ৭০০ হাজার শিশু রয়েছে।