চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউরোপে খেলা সেরা ব্রাজিলিয়ান নেইমার

ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়ে খেলা সেরাদের সেরা খেলোয়াড়ের পুরষ্কার ‘সাম্বা ডি অর’ জিতেছেন নেইমার। লিভারপুল তারকা ফিলিপে কৌতিনহো ও রিয়াল মাদ্রিদের লেফটব্যাক মার্সেলোকে পেছনে ফেলে তৃতীয়বারের মত এ পুরষ্কার জিতলেন পিএসজি তারকা।

ভক্ত, ক্রীড়া সাংবাদিক ও নির্বাচকদের ভোটে নির্বাচিত করা হয় এই সেরা খেলোয়াড়কে। যাতে ২৭.৭১ শতাংশ ভোট পেয়েছেন নেইমার।

আগামী ফেব্রুয়ারিতে প্যারিসে নেইমারের হাতে তুলে দেয়া হবে সাম্বা ডি’অর ট্রফি। বার্সেলোনায় খেলার সময় ২০১৪ ও ২০১৫ মৌসুমেও পুরষ্কারটি জিতেছিলেন তিনি।

নেইমার ছাড়াও তিনবার সাম্বা ডি’অর জেতার রেকর্ড আছে তার বর্তমান ক্লাব অধিনায়ক থিয়াগো সিলভার। ২০০৮ সালে জিতেছিলেন সাবেক তারকা কাকা।

গতবারের সেরা কৌতিনহো এবার হয়েছেন দ্বিতীয়, লিভারপুল তারকা পেয়েছেন ১৬.৬৪ শতাংশ ভোট। পাউলিনহো, কাসেমিরো ও গ্যাব্রিয়েল জেসাসদের পেছনে ফেলে তৃতীয় হয়েছেন মার্সেলো। তার ভোট ১৪.৪৩ শতাংশ।

চলতি মৌসুমের শুরুতে ২২২ মিলিয়ন ইউরোতে বিশ্বের দামী খেলোয়াড় হয়ে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। প্যারিসের দলটির হয়ে আছেন দারুণ ফর্মেও। ২০ ম্যাচে ১৭ গোল করেছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়।