চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউক্রেন থেকে মার্কিন দূতাবাসের কর্মীদের দেশে ফেরার নির্দেশ

ইউক্রেনে চলমান উত্তেজনার মধ্যে দেশটিতে মার্কিন দূতাবাসে কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়া ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। এ অবস্থায় কিয়েভে মার্কিন দূতাবাসে যে কর্মীদের জরুরি কোনো দায়িত্বে নেই তাদের দেশে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের সেনা অভিযানের পরিকল্পনা করছে। তবে রাশিয়া সেই পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চলমান এই উত্তেজনার মধ্যে লোকজন যেন রাশিয়াও ভ্রমণ না করে। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সম্ভাব্য হয়রানি ও অশান্তি সৃষ্টি করা হতে পারে।

স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানান, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা রয়েছে। কিন্তু হোয়াইট হাউস থেকে বারবার সম্ভাব্য আক্রমণের বিষয়ে সতর্ক করা হচ্ছে। কারণ এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার মতো অবস্থানে সরকার নেই।