চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউক্রেন ইস্যুতে সরকারের অবস্থান সঠিক নয়: বিএনপি

দেশবাসীর বিপক্ষে অবস্থান নিয়ে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দানে বিরত থেকেছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। ইউক্রেন ইস্যুতে সরকারের অবস্থান সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়াই আওয়ামীলীগের সামনে এখন একমাত্র পথ।

যুদ্ধ বন্ধ করে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে কাজ করার আহবান জানিয়েছে বিএনপি।

এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশের প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সরকারের সমালোচনা করেন তিনি।