চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আশুলিয়ায় বন্ধ থাকা পোশাক কারখানাগুলো সোমবার খুলছে

আশুলিয়ায় বন্ধ থাকা পোশাক কারখানাগুলো  আগামীকাল সোমবার থেকে খুলবে। আজ রোববার তৈরি পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই’র প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠনটি।

গত ২০ ডিসেম্বর মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় ৫৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গত মঙ্গলবার মালিকপক্ষের ওই সিদ্ধান্তের পর বুধবার সকালে কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। নোটিশ দেখে শ্রমিকরা ফিরে যায়।

নোটিশ জারির বিষয়ে শিল্প পুলিশ জানায়, টানা অষ্টম দিনের শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।