চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আল-বিদা’ লিখে ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আল-বিদা’- যার অর্থ চিরবিদায় লিখে ‘আত্মহত্যা’ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইমাম হোসেন।

তিনি ঢাবির ‘শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট’র (আই.ই.আর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। থাকতেন কবি জসীমউদদীন হলে। গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়।

ইমাম হোসেনের মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী।

তিনি জানিয়েছেন, ‘‘এটি একটি মর্মান্তিক এবং সাংঘাতিক বেদনাদায়ক ঘটনা। আমাদের মেধাবী ছাত্রদের এখন বেঁচে থাকার সময়। এটি সত্যিই অনেক দুঃখজনক।’’

পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে: করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গ্রামের বাড়িতে চলে যান ইমাম। বাড়ি থাকার সময়টাতে তিনি স্থানীয় কয়েকজন শিক্ষার্থীকে পড়ানো শুরু করেন।

সোমবার সকালে ওই শিক্ষার্থীদের পড়ানো শেষে দু’দিনের ছুটির কথা জানিয়ে দেন ইমাম৷ এরপর তিনি তার ঘরের ঢুকে দরজা বন্ধ করে দেন।

পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় বাইরের থাকে প্রথমে তাকে ডাক দেওয়া হয়। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ইমামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।

প্রাথমিকভাবে তার একাধিক সহপাঠী ধারণা, প্রেম সংক্রান্ত জটিলতায় ইমাম আত্মহত্যা করে থাকতে পারেন।

তাদের দাবি, ইমামের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি তাদের সম্পর্কে ভাঙন ধরে।