চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জামায়াত বিরোধীদের নিয়ে আলাদা রাজনৈতিক জোট করতে চায় বিএনপি

জামায়াতে ইসলামীর জন্য যারা বিএনপির সঙ্গে জোট বাঁধতে চায় না, তাদেরকে নিয়ে একটি আলাদা রাজনৈতিক জোট করতে চায় বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, চেয়ারপার্সনের মুক্তির দাবিসহ গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত করতে কয়েকটি দলের সঙ্গে কথা হচ্ছে। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, শেষ পর্যন্ত যাই হোক না কেন, প্রতিবাদ কর্মসূচি হবে শান্তিপূর্ণ।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফ্রেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর ভিন্ন মোড় নিয়েছে রাজনীতি। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি এখন চেয়ারপার্সনের মুক্তির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। দলীয় কৌশল নির্ধারণে সহযোগী ও অঙ্গ সংগঠন ছাড়াও পেশাজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি নেতৃত্ব। দলের নেতারা জানালেন, অন্য দলগুলোর সঙ্গেও কথা হচ্ছে।

বেগম জিয়ার কারামুক্তি, নির্বাচনে অংশগ্রহণ এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিএনপি নেতারা বলছেন, আইনের সঠিক প্রয়োগ হলে কোনো সমস্যা হবে না। আন্দোলন অব্যাহত রাখতে হলে তা হবে অহিংস।

বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপি এখন আরো বেশি ঐক্যবদ্ধ।

দেখুন নিচের ভিডিও রিপোর্টটি: