চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আলতাফ মাহমুদ পদক পেলেন হাসান আজিজুল হক ও আলাউদ্দিন আলী

এ বছর শহীদ আলতাফ মাহমুদ পদক পেয়েছেন সংগীত পরিচালক আলাউদ্দীন আলী এবং কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরস্রষ্টা আলতাফ মাহমুদের স্মরণে তাঁর অন্তর্ধান দিবসে এই পদক দিয়ে আসছে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি ফাউন্ডেশন।

শহীদ সুরকার আলতাফ মাহমুদের স্মরণ সভায় বক্তারা বলেন,তাঁর সঙ্গীত আজো মানুষের মনকে দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনায় আন্দোলিত করে। একাত্তরে শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসের আলোচনায় তারা বলেন, শারীরিক উপস্থিতি না থাকলেও আলতাফ মাহমুদের সৃষ্টির মৃত্যু নেই।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শহীদ আলতাফ মাহমুদের সুর-সৃজনশীল কাজগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে।

বহু জনপ্রিয় গানের সুরপাখি শহীদ আলতাফ মাহমুদকে ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা ধরে নিয়ে যায়।