চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরপি সাহা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ

একাত্তরে দানবীর রণদাপ্রসাদ সাহা হত্যা মামলায় টাঙ্গাইলের মাহবুবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তি উপস্থাপনের দিন তেসরা এপ্রিল ঠিক করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষ্যের মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা হত্যা, অপহরণ এবং গণহত্যার তিন অভিযোগ প্রমাণ হয়েছে দাবি রাষ্ট্রপক্ষের।

দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক নিবাস ছিল টাঙ্গাইলের মির্জাপুরে। সেখানে একাধিক শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুললেও থাকতেন নারায়ণগঞ্জের খান পুরের সিরাজদি খানে। সে বাড়ি থেকেই একাত্তরের নভেম্বরে তাকে, তার ছেলেসহ ৫ জনকে ধরে নিয়ে যায় আসামি মাহবুবুর রহমান ও তার সহযোগীরা। সেই থেকে নিখোঁজ তারা। আসামি মাহবুবুর রহমানের বাবা আব্দুল ওয়াদুদ ছিল মুক্তিযুদ্ধের সময় মির্জাপুর শান্তি কমিটির সভাপতি। আসামি নিজে ও তার ভাই আব্দুল মান্নানও ছিল রাজাকার বাহিনীতে। তাদের অপরাধ সম্পর্কে জানায় রাষ্ট্রপক্ষ।

তদন্ত কর্মকর্তাসহ ১৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে অপরাধ প্রমাণ হয়েছে কিনা সে সম্পর্কে বলেন তারা।

এর আগে গত বছরের ১ নভেম্বর রণদা প্রসাদ সাহা হত্যায় অভিযুক্ত টাঙ্গাইলের মোহাম্মদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় রাষ্ট্রপক্ষ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: