চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরও লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হাথুরুসিংহে, চান্দিমাল

আগে জানা গিয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে থাকতে পারবেন না হাথুরুসিংহে, চান্দিমাল এবং ম্যানেজার গুরুসিনহা। চূড়ান্ত শুনানি শেষে আইসিসি জানিয়েছে, চারটি ওয়ানডেও নিষিদ্ধ থাকবেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বল বদলানো বিতর্ক টেম্পারিংয়ের অভিযোগ পর্যন্ত গড়ায়। সেটির জেরে শাস্তি পান দিনেশ চান্দিমাল। বল টেম্পারিংয়ের জন্য তিন টেস্ট সিরিজের শেষটিতে লঙ্কান অধিনায়ককে নিষিদ্ধ করেছিল আইসিসি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দ্বিতীয় টেস্টে আম্পায়ারদের দেয়া শাস্তির বিরোধিতা করে প্রায় দুই ঘণ্টা মাঠে নামেনি শ্রীলঙ্কা। যাকে অখেলোয়াড়ি আচরণ বলেছে আইসিসি। এজন্য লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার গুরুসিনহাকেও এখন শাস্তি দেয়া হল।

এই শাস্তির পাশাপাশি ছয়টি করে ডিমেরিট পয়েন্টও তাদের নামের পাশে যোগ হবে।

চান্দিমালের এখন ১০টি ডিমেরিট পয়েন্ট। সামনের দুই বছরে ১২ কিংবা তার বেশি হলে আরও তিন টেস্ট অথবা ছয়টি ওয়ানডে/টি-টুয়েন্টিতে নিষিদ্ধ হবেন তিনি।