চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবারও মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৪০ দিনের ছুটি শেষে খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই বিভিন্ন বিভাগে চলছে ক্লাস-পরীক্ষা। দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাস আবারও মুখরিত হয়ে উঠেছে শিক্ষার্থীদের পদচারণায়।

ক্যাম্পাসের পরিবেশ বর্তমানে স্বাভাবিক থাকলেও, ঈদের আগে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে পুরো ক্যাম্পাসে। শিক্ষার্থীদের একাংশ নেমে আসে আন্দোলনে। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হয় একটি মামলা। আর এই মামলার ঘটনায় অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যেই রয়েছে চাপা ক্ষোভ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, যে সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা এখন জামিনে আছেন। ক্লাস, পরীক্ষা ও হলে থাকা নিয়ে  তাদের কোনো বাধা থাকবে না।

তিনি আরও বলে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়েরকৃত মামলাটি এখন রাষ্ট্র বাদী মামলা হয়ে যাওয়ায়  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা প্রত্যাহার করার আর কোন সুযোগ নেই।