চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফগানিস্তানে খাদ্য বিতরণের সময় সংঘর্ষ, পুলিশসহ নিহত ৬

আফগানিস্তানে রোজা উপলক্ষে অসহায়দের মধ্যে খাবার বিতরণের সময় ব্যাপক সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।শনিবার মধ্য ঘোর প্রদেশে এ ঘটনা ঘটেছে।

প্রাদেশিক রাজধানী ফিরোজকোহতে সরকারি অফিসে কাতারের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে খাবার বিতরণ করা হচ্ছিল। এসময় সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন কয়েকশত মানুষ। তাদের মধ্যে কিছু লোক ‘খাদ্য দ্রব্যের অন্যায্য বিতরণের অভিযোগ’ তুলে প্রতিবাদ জানান।

ঘোর রাজ্য কাউন্সিলের উপপ্রধান আব্দুল রহমান আকশান জানান, কিছু বিক্ষোভকারী সরকারি অফিসে ঢুকে পড়ার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলে দু’জন পুলিশ এবং চারজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনার জন্য বিক্ষোভকারীদের দোষারোপ করেছেন সরকারি কর্মকর্তারা।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আরেফ জাবের বলেন, বিক্ষোভকারীরা পুলিশের ওপর সরাসরি গুলি চালিয়েছিল। এ ঘটনায়  আহত হয়েছেন আরও ১৯ জন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনসমাবেশে কিছু ‘অবৈধ অস্ত্রধারী’ লোক সরকারি অফিসে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। সরকার খুব গুরুত্বের সঙ্গে বিষয়টা তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।