চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আদালতে ডেসটিনি কর্মীদের আক্রমণের শিকার চ্যানেল আই সংবাদকর্মী

ডেসটিনির মামলার শুনানিকে কেন্দ্র করে আদালতের বাইরে দায়িত্ব পালনের সময় ডেসটিনি কর্মীদের আক্রমণের শিকার হয়েছেন চ্যানেল আইয়ের একজন ক্যামেরাপার্সন।

অর্থ পাচারের ওই দুই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ১১ মে ঠিক করেছেন আদালত।

বৃহস্পতিবার আদেশ দেয়ার কথা থাকলেও মামলার প্রয়োজনীয় কাজগপত্র আদালতে দাখিল না করায় তা পিছিয়ে দেয়া হয়। শিগগিরই মামলার নথিপত্র আদালতে দাখিল করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত।

মামলার আসামী ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে আদালতে হাজির করা হয়েছিলো। তাদের ছবি তুলতে গেলে ডেসটিনির কর্মীরা চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মনির হোসেন মনুকে মারধর করে।

ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করে ডেসটিনি কর্মীরা।